সোমবার পীরগঞ্জে যাচ্ছেন স্পিকার

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সোমবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জে যাচ্ছেন। তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে এ সফর করবেন।

 

স্পিকার সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর যাবেন। সেখান থেকে তিনি সড়ক পথে পীরগঞ্জে পৌঁছাবেন।

ড. শিরীন শারমিন চৌধুরী একই দিন দুপুরে পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শানেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় যোগ দেবেন। তিনি এ সময় শানেরহাট ও পাঁচগাছি ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ১০১টি বাইসাইকেল, ২০টি হুইল চেয়ার, ২২টি সেলাই মেশিন ও ২০টি স্প্রে মেশিন বিতরণ করবেন।

 

সোমবার বিকেলে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে সাক্ষাতের পর রাতেই তিনি সড়ক পথে সৈয়দপুর এবং সেখান থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম স্পিকারের সফরসূচি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023