অনলাইনে আসছে তাহসান-তিশার ছবি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তাহসান খান ও তানজিন তিশা। বছর খানেক আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘মানি মেশিন’ নামের ওয়েব ফিল্মে।

রোজার ঈদ উপলক্ষে আরটিভিতে দেখানো হয়েছিল ছবিটি। এবার এটি আসছে অনলাইনে। আগামী ৪ জুন রাত ৮টায় আরটিভিপ্লাসে মুক্তি পাবে প্রতীক্ষিত এ ওয়েব ফিল্ম। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে সৈয়দ আশিক রহমান এর প্রযোজনা করেছেন।

তিনি বলেন, ‘‘মানি মেশিন’ অত্যন্ত সুন্দর একটি ওয়েব ফিল্ম হিসেবে দর্শকরা গ্রহণ করবে বলে আমি মনে করি। কারণ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কাজটি খুব যত্ন নিয়ে করেছেন। তাহসান ও তিশাসহ অভিনয়শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটি করেছেন।’’

‘বেচতে জানলে টাকাও বেচা যায়!’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংলাপটি নিয়েই ‘মানি মেশিন’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘মানি মেশিন’র শুটিং শেষ হয় গত বছরের শেষদিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান।

অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ। ফিল্মটির দৈর্ঘ্য ৮৫ মিনিট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023