১৯ বছর পর ফের জুটি বাঁধছেন হৃতিক-কারিনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

হৃতিক রোশন ও কারিনা কাপুর খান এক সময়ে জুটি বেঁধে বেশ কিছু ছবি করেছেন। ‘কাভি খুশি কাভি গম’, ‘ইয়াদে’, ‘মুঝসে দোস্তি কারোগে’ এই সব ছবিতে তাদের জুটিকে মানুষ পছন্দ করেছে। শেষ এক সঙ্গে তাদের কাজ করতে দেখা যায় ২০০৩ সালে। ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এরপর মাঝখানে পার হয়ে গিয়েছে ১৯ বছর। এর মধ্যে আর কোনও ছবিতে দেখা যায়নি তাদের। তবে বলিউডে জোর খবর ফের এক সঙ্গে কাজ করতে চলেছেন এই জুটি।

মাঝখানের এই ১৯ বছরে বছরে সাইফ আলি খানকে বিয়ে করে এখন দুই সন্তানের মা করিনা। ওদিকে সুজানের সঙ্গে বিয়ে, ডিভোর্স, দুই ছেলে নিয়ে এক যুগ পার করে ফেলেছেন হৃতিক রোশনও। জানা গেছে বলিউডের নামী প্রোডাকশন হাউস ‘জংলি পিকচার্স’ এর তরফে নতুন ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিক ও কারিনাকে। ছবির নামও ঠিক হয়ে গেছে। ‘উলাজ’ নামের এই ছবির স্ক্রিপ্ট শুনতে রাজি হয়েছেন দুইজনেই।

বলিউডে জোর গুঞ্জন, দীর্ঘ সময় জুড়ে মনোমালিন্য ছিল এই জুটির। এবার সবকিছু কাটিয়ে এক সঙ্গে কাজ করবেন তারা। ছবির শ্যুটিং বেশিরভাগটাই হবে মুম্বাইয়ের বাইরে। তাই কথা চলছে দুইজনের ডেট নিয়েও। এখন দেখার কবে ছবির কাজ শুরু করেন তারা।
প্রসঙ্গত ২০০০ সালে মুক্তি পায় আমিশা প্যাটেল ও হৃতিক রোশন অভিনীত ছবি ‘কাহোনা পেয়ার হ্যায়’। এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন হৃতিক রোশন। প্রথমে এই ছবি করার কথা ছিল কারিনা কাপুর খানের। কিন্তু কারিনার মা ববিতা বাধ সাধেন। কারণ ছবিটি ছিল নায়ক কেন্দ্রিক। আর সেই জন্যই মেয়েকে এই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করতে দেননি ববিতা।

কারিনা কাপুর ডেবিউ করেন ‘রিফিউজি’ ছবি দিয়ে। তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন। সে সময় অভিষেক ও কারিশমা কাপুরের প্রেম নিয়ে বলিউড মশগুল ছিল। বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল কারিশমা-অভিষেকের। কিন্তু দুই পরিবারের মনোমালিন্যে ভেঙে যায় বিয়ে। তবে সে সব ব্যক্তিগত বিষয় প্রফেসনাল জীবনেও অনেক খানি প্রভাব ফেলেছে।

তবে এর সঙ্গে হৃতিক আর কারিনার ঝামেলার কোনও সম্পর্ক নেই। কিন্তু কারিনা ও হৃতিকের কী কারণে মনোমালিন্য তা জানা যায়নি। এবার সব ভুলে এক সঙ্গে পর্দায় আসবেন তারা। স্বাভাবিক ভাবেই এই জুটিকে দর্শক খুব পছন্দ করে। এবার দেখার ১৯ বছর পর কারিনা ও হৃতিকের অনস্ক্রিন ম্যাজিক কতটা সফল হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023