ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় সরকার নেবে না। দেশে চালু ২০ হাজার ই-কমার্সের মধ্যে ১০ থেকে ১২টির মাধ্যমে গ্রাহকরা লোভনীয় অফার দেখে পণ্য কেনার জন্য টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। বিনিয়োগের সময় গ্রাহকরা সরকারের কোন সংস্থার পরার্মশ নেয়ার প্রয়োজন মনে করেনি। এরপরেও সরকার এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার বিকেলে রংপুর নগরীর গোল্ডেন টাওয়ারে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজা ও বৃষ্টির কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা যাচ্ছে না। তাই দেশীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এছাড়া তেল, চিনিসহ আমদানীনির্ভর সকল পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশেও বেড়েছে। চিনি শতকরা ৮০ ভাগ, ভোজ্য তেল শতকরা ৯০ ভাগ আসে বিদেশ থেকে। আন্তর্জাতিক বাজারে চিনি-তেলের দাম কমলে দেশেও কমে যাবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রংপুরের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলে দেশের বড় বড় প্রতিষ্ঠানের শো-রুম রংপুরে চালু হয়েছে। এটি সরকারের সফলতা। বর্তমান সরকারের হাত ধরে রংপুরবাসীর উন্নয়ন ত্বরান্বিত হতে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023