গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার কয়েকটি মন্দিরের সংস্কার ও উন্নয়নের জন্য ঢেউটিন বিতরন করা হয়েছে। (৭ অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে মন্দির কমিটির সভাপতি/ সম্পাদকের নিকট এসব ঢেউটিন তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল ইসলাম,উপজেলা প‚জা উদযাপন কমিটির সভাপতি তনয় কুমার দেব, গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্সসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি/সাধারন সম্পাদক বৃন্দ।