গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অসদাচারণ, দুর্নীতির অভিযোগে মামলা ও বিচারের দাবীতে কর্মী সমাবেশ করেছেন ইউনিয়ন আওয়ামী যুবলীগ। গত ৫ অক্টোম্বর বিকাল ৪ টায় কামদিয়া বন্দরে ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন কামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ ফকির, সাধারণ সম্পাদক মুশফিকুর চৌধুরী উজ্জল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পীরজাদা আবু সুফিয়ান, সাহিত্য সম্পাদক মজিদুল ইসলাম পুতুল, সাপমারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুল বাসার দুলাল প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করে সৎ যোগ্য আদর্শবান ব্যক্তিকে নির্বাচিত করবেন। সেই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগকে সু-সংগঠিত করারও আহবান জানান।