শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থানে চলছে লেনদেন

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৬ অক্টোবর, ২০২১

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা গেছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। লেনদেনেও বেশ ভালো গতি দেখা যাচ্ছে।

প্রথম এক ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৬৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়ে গেছে প্রায় নয়শ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান।

এদিন ডিএসইতে প্রথম মিনিটে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়তে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ৪ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৬৬ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৯ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৮টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৩২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ২৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023