গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম সরকারি কাজে জেলা সিভিল সার্জন অফিসে যাওয়ার পথে তার বহন কৃত সরকারি গাড়ীর সাথে এক ব্যাটারীচালিত অটো রিকশার মুখোমুখী সংঘর্ষ হয়েছে। রবিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের তুলসীঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গাইবান্ধাগামী সরকারী গাড়ীটি ঐ স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একাট ব্যাটারীচালিত অটোরিকশার সঙ্গে মুখে মুখি সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে অটো রিকশাটি উল্টে যায় এবং সরকারী গাড়ীটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্থ হয়। এ দূর্ঘটনায় দুই ব্যাক্তি আহত হয়েছেন।