মুজিববর্ষ উপলক্ষে গণপূর্ণ বিভাগের উদ্যোগে দুস্থ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকালে কুড়িগ্রাম গণপূর্ত বিভাগ কার্যালয়ের সামনে শতাধিক দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন, উপসহকারি প্রকৌশলীন মঞ্জু মিয়া, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা কর্মচারিগণ। উপহার সামগ্রীর মধ্যে প্রত্যেকের প্যাকেটে ছিল একহাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। এ সময় তাদেরকে ১০ কেজি চাল,৩ কেজি আলু ২ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি তেল এবং ২টি সাবান ও ১০টি মাস্ক বিতরণ করা হয়।