রাজশাহী সংবাদদাতা
করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রাজশাহী জেলা শাখা। বুধবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি জামিলুর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল গাফফার, সহ-সভাপতি আলী নওয়ার স্বপন, আকবর শহীদ উদ্দীন, নাসীর উদ্দীন, সাবেক সভাপতি উত্তম কুমার তালপাত্র, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য সদস্য ও প্রকাশক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা বলেন, দেশে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে, আলোকিত ও মেধামী প্রজন্ম গঠনে নিরলস শ্রম, মেধা বিনিয়োগ করেছে যে পুস্তক প্রকাশক ও বিক্রেতাগণ, তারা আজ চরম দুর্যোগকাল অতিক্রম করছে। গত দেড় বছর বাংলাদেশের একাডেমিক এবং সৃজনশীল প্রকাশনা ও বিক্রি প্রতিষ্ঠান প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার বিক্রি থেকে বঞ্চিত হয়েছে। অনেক প্রতিষ্ঠান দোকান ভাড়া, কর্মচারী বেতন দিতে পারেনি। দেশের প্রায় ২৬ হাজার বই বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। আজ তারা মানবেতরভাবে জীবন-যাপন করছে। তাই তারা সরকারের কাছে প্রনোদনা ও অনুদানের দাবি জানিয়েছেন।