ডেস্ক রিপোর্ট
করোনা স্বাভাবিক জীবনযাত্রায় বেশ পরিবর্তন এনেছে। করোনাকালে বাইরে যাওয়ার আগে মাস্ক পরা, বারবার হাত স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিষয় হয়ে উঠেছে জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে রোজকার পোশাকে একটু পরিবর্তন এনেছেন ডাচ ফ্যাশন ডিজাইনার আনক উইপ্রচেট।
চলতি বছরের জুলাইতে নিজের নতুন ডিজাইন করা পোশাক সামনে এনেছেন উইপ্রচেট। উইপ্রচেট তার নতুন ডিজাইন করা পোশাকে এমন প্রযুক্তি ব্যবহার করেছেন যে কেউ পোশাক পরিধানকারীর বেশি কাছে আসলে সেটা শনাক্ত করে সর্তক করে দিতে পারবে।
পোশাকের গলায় থাকা সেন্সর পরিধানকারীর কাছে আসা ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি পরিধানকারীকে সর্তক করে দেবে দূরে যাওয়ার জন্য। তবে প্রশ্ন উঠতে পারে কেউ কাছে আসলেই যদি সেন্সর সতর্ক করা শুরু করে তাহলে ওই পোশাক পরে কেউ কিভাবে চলাচল করবেন? কারণ যতই করোনা থাকুক মানুষকে তো অন্যদের সাথে মিশতেই হয়।
এজন্য উইপ্রচেট তার ডিজাইন করা পোশাকের সেন্সরে রেখেছেন বিশেষ ব্যবস্থা। যা অন্তরঙ্গ, ব্যক্তিগত আর জন সমাগম- এই তিনটি বিষয় আলাদা করতে পারবে। জন সমাগমে গেলে পোশাকের নিচের অংশ নিজে থেকেই রোবোটিক থ্রিডি প্রিন্টেড ম্যাকানিজমের সাহায্যে উঁচু হয়ে পরিধানকারীর সামনে আসতে বাধা দেবে। এমনকি পোশাকের দুই কাধেঁও রাখা হয়েছে রোবোটিক ম্যাকানিজম , যা মাকড়সার পায়ের মতো কাঁধ থেকে ছড়িয়ে পরিধানকারীর কাছে আসতে বাধা দেবে।