ভারতে পাঁচ মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ, কমেছে মৃত্যুও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পর দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। শেষ বার ১৭ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নীচে নেমেছিল। খবর আনন্দবাজার অনলাইনের।

 

ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। কেরালায় আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলেই মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯।

 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১০ আগস্ট, মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৬৮২ জনের।

 

ভারতে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ১ দশমিক ৮৭ শতাংশ।

 

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন; অর্থাৎ ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এ মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫০৮।

 

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ লাখ ১১ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৫৪৫ জনের। অন্যদিকে একদিনে ভারতে ৫৪ লাখ ৯১ হাজার ৬৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫১ কোটি ৪৫ লাখ ২৬৮ জন টিকা পেয়েছেন দেশে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023