ডেস্ক রিপোর্ট
পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরি ধাক্কার ঘটনায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইনল্যান্ড মাস্টার অফিসার মো. দেলোয়ার ইসলাম ও হুইল সুকানি মো. আবুল কালাম আজাদকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) এক দফতর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।
তিনি আরও বলেন, এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমটিও গঠন করা হয়েছে।