আজ সারাদিন যেভাবে পাওয়া যাবে ১ জিবি ফ্রি ইন্টারনেট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:দেশের সব মোবাইল গ্রাহককে বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। শুক্রবার (১৮ জুলাই) এই ইন্টারনেট দেওয়া হবে। গ্রাহকরা পাঁচ দিন মেয়াদে এই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন-আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেয়া হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।

যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট

বিটিআরসি জানিয়েছে, ফ্রি ইন্টারনেট সুবিধা নিতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

  • গ্রামীণফোন: 1211807#
  • রবি: 41807#
  • বাংলালিংক: 1211807#
  • টেলিটক: 1111807#

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়টিকে মাথায় রেখেই আন্দোলনের ১ বছর পূর্তি উপলক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে সরকার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023