আ.লীগ ক্ষমতার দাপটের পরিণাম ভোগ করছে: বদিউল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত সরকারের (আওয়ামী লীগ) ক্ষমতার দাপটে দেশে বিশৃঙ্খলার বিষয়ে সবাই অবগত। সেই দাপটের পরিণামই তারা (আওয়ামী লীগ) ভোগ করছে বলে মন্তব্য করেছেন । বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন বদিউল আলম মজুমদার। নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ড. বদিউল আলম বলেন, সবচেয়ে বেশি ক্ষমতার দাপট দেখায় সরকার। সরকারের সঙ্গে যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠান থাকে, তারাও ক্ষমতার দাপট দেখায়। নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ক্ষমতার দাপট কমিয়ে সুষ্ঠু গণতন্ত্র ধরে রাখতে এমন একটি রাজনৈতিক দল দরকার, যাদের সব কার্যক্রমে স্বচ্ছতা থাকবে। নাগরিক ঐক্য তেমনি একটি দল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশে মব সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘ইতোমধ্যে সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার গ্রেফতার হয়েছেন। তবে একজন যে হেনস্তার শিকার হয়েছেন, তা কোনোভাবেই কাম্য নয়। আমি এটার নিন্দা জানাই। কেউ অপরাধী হলে অবশ্যই তিনি উপযুক্ত সাজা পাবেন।’

অনুষ্ঠানে আরও অন্যদের মধ্যে বক্তব্য দেন—বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রধান সমন্বয়ক মাসুদ রানা, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023