মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট : সেনাবাহিনীর বিরুদ্ধে বিরুদ্ধে বক্তব্য দিয়ে ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ যখন নিজের দলেই কোণঠাসা তখন মুখ খুললেন আওয়ামী লীগের মুখপাত্র, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯ মিনিট ১০ সেকেন্ডের এক অডিও বার্তায় কোটা আন্দোলনের সময়ের নানা তথ্য তুলে ধরে বলেন, হাসনাতদের কথায় তার কোনো আস্থা নেই, কারণ তাদের ভেতরের এবং বাহিরের চেহারা সম্পূর্ণ ভিন্ন। ‘রিফাইনড’ আওয়ামী লীগ বিষয়ে সেনাবাহিনীর কথা বলার কারণ নেই মন্তব্য করে তিনি বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে কেন তারা রিফাইন আওয়ামী লীগের কথা বলবে? আওয়ামী লীগ রিফাইন হবে নাকি হবে না, সেটা আওয়ামী লীগ-ই ডিসাইড করবে। আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড করবে। সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে এই রিফাইন আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না।”
“সেনাবাহিনীর এই ধরনের কথা বলার কোনো কারণই নাই। আর আওয়ামী লীগকে পুনর্বাসন করারও কোন প্রশ্ন এখানে আসে না। কারণ আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে। এদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ।” হাসনাত আব্দুল্লাহ সদ্য গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন। তার অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও বিশ্বাসযোগ্য কোনো প্রতিক্রিয়া না এলেও রাজনৈতিক নেতারা জানিয়ে যাচ্ছেন প্রতিক্রিয়া। ইতোমধ্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হাসনাতের বক্তব্য প্রকাশের ধরন নিয়ে আপত্তি তুলেছেন তারই দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। এ ছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও হাসনাতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। মোহাম্মদ আরাফাত বলেন, “অবাস্তব এবং অযৌক্তিক এবং মিথ্যাচার করে যারা একটা পরিস্থিতি তৈরি করেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যেভাবে কালিমা লেপন করছে; সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে তারা আজকে মুখোমুখি করেছে। এটা খুবই দুঃখজনক।”