মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বকুলতলা এলাকায় এ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস কবির গুলিবিদ্ধ হয়ে শিশুসহ ছয়জন চিকিৎসা নিতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়ইরুল হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023