ফিরলেন রিচি সোলায়মান

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

দেশীয় শোবিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত। নব্বই দশক থেকে দর্শকদের মনে মুগ্ধতা ছড়িয়ে আসা এই অভিনেত্রী বিয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রতি বছর একবার করে হলেও দেশে আসেন তিনি।

এবারও আসলেন। এসেই ফিরলেন শুটিংয়ে। নাটকের নাম ‘মৎস্য কন্যা’। এটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

এ প্রসঙ্গে রিচি সোলায়মান বলেন, ‘নাটকে ফিরলাম, এক অসাধারণ গল্পে কাজ করলাম। ‘মৎস্য কন্যা’ মূলত সমুদ্র উপকূলে জীবন জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। ’

নির্মাতা বলেন, ‘এ ধরণের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর। পরিবেশের উপর নানা অত্যাচারে জীব ও বৈচিত্র্যে নানান পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী হতে হয় নারীদের এমন গল্প নিয়েই নির্মাণ করেছি গল্পটি।’

রিচি সোলায়মান ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবরিন আজাদ, সাদ্দাম মাল এবং সৈকত সিদ্দিক। এটি প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। খুব শিগগির দর্শক ফিকশনটি দেখতে পাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023