একরাতেই কাজ শেষ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

পুলিশি অ্যাকশন ঘরানার সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’, মুক্তি পাচ্ছে আগামী ৬ জানুয়ারি। এটি ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় খণ্ড। পুলিশের দুর্ধর্ষ অভিযান নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প। ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি উপলক্ষে ইতোমধ্যেই শুরু হয়েছে প্রচারণা। তারই অংশ হিসেবে গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমার আইটেম গান ‘চালাও গুলি’।

আর এই গানের সুবাদে প্রথমবারের মতো অন্যের সিনেমায় আইটেম গানে নাচলেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার ভাষায়, ‘প্রথমে দ্বিধায় ছিলাম গানটি করব কি করব না। যাই হোক অবশেষে করা হলো। কিন্তু গানটির দৃশ্যধারণের আগে ভয় ছিল- আইটেম গানের নাচের ধরনটা একটু ভিন্ন। সেটি কি সঠিকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারব? এ নিয়ে নিজের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বও ছিল। অবশেষে সানী সারোয়ার ভাই (সিনেমাটির পরিচালক) আমাকে বুঝালেন, উদাহরণ টানলেন “পুষ্পা” সিনেমায় সামান্থার আইটেম গানের। আর সত্যি বলতে সেই গানটি আমারও খুব পছন্দের। সব মিলিয়ে করে ফেললাম।’

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘বেশ মজা করেই গানটি করেছি, একদিন সন্ধ্যার দিকে শুরু করে ভোর রাতে শেষ করলাম। একরাতেই কাজ শেষ। কাজটি শেষ করে ফাইনালি দেখে খুব ভালো লেগেছে। সেসময় যারা দেখেছেন তারাও প্রশংসা করেছেন। এখন দেখা যাক দর্শকরা কীভাবে নেয়।’

সবশেষে ববি জানান, ‘চালাও গুলি’র অভিনয় নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। কারণ হিসেবে তার মনে হয়, নিজেকে আরও ভালো অভিনয় করতে হবে।

‘চালাও গুলি’ গানটির নাচের কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ। মুক্তাদির মাওলার কথায় গানটি গেয়েছেন নাশা ও মীর মাসুম।

এদিকে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি নির্মাণ করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার। কপ ক্রিয়েশন প্রযোজনায় এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক প্রমুখ।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ১৫টি দেশে ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023