শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রের রূপালি ভূবনে পা রাখেন শবনম বুবলী। এরপর তারা জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশ ক’টি জনপ্রিয় সিনেমা। অভিনয়ের সুবাদেই পর্দার নায়ক-নায়িকা, ব্যক্তিজীবনেও প্রেমের শিকলে বাঁধা পড়ে। এরপর তাদের বিয়ে, সংসার আর বাবা-মা হওয়ার খবর সবারই জানা। যদিও এখন এসব অতীত।
শাকিব খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুবলী তার জীবনের বর্তমান কেউ নন। সরাসরি না বললেও তার কথার ইঙ্গিত আর অনেকের ধারণা, শাকিব-বুবলীর বিচ্ছেদ হয়ে গেছে। আর এখন শাকিব-বুবলী জুটিকেও দেখা যায় না নতুন কোন সিনেমাতে। এসবের মাঝে শাকিব-বুবলীর জন্য সুখবর এসেছে গেল বৃহস্পতিবার।
এই জুটির সবশেষ সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য মুশফিকুর রহমান গুলজার।
তিনি বলেন, ‘অ্যাকশন রোমান্স ও সামাজিক সচেতনতাধর্মী ছবি “লিডার : আমিই বাংলাদেশ” মুক্তির জন্য সেন্সরবোর্ড আনকাট ছাড়পত্র দিয়েছে।’
সিনেমার নির্মাতা তপু খান বলেন, ‘লিডার দেখে সেন্সর সদস্যরা ফোন করে প্রশংসা করেছেন। প্রথম ছবির আনকাট সেন্সর ও প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলে মনে করছি।’
তপু খানের পরিচালনায় এতে শাকিবের নায়িকা বুবলী। আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্তসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।