কাতারের মাঠে মেসিদের আগে ইতিহাস গড়লেন দীপিকা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কাতারের লুসাইল স্টেডিয়াম সাক্ষী হলো ইতিহাসের নতুন অধ্যায়ের। সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপের স্বর্ণালি ট্রফি। ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ তিন যুগের অপেক্ষা ঘুচলো আর্জেন্টিনার। রবিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে এই ইতিহাসের জন্ম হয়েছে।

তবে তার আগেই কাতারের মাঠে আরেকটি দৃষ্টান্ত তৈরি করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন তিনি। ফাইনাল ম্যাচের আগে ফিফার সমাপনী অনুষ্ঠানে হাজির হন দীপিকা। স্পেনের সাবেক ফুটবলার ইকার ক্যাসিয়াস ফার্নান্দেজের সঙ্গে তিনি ট্রফি উন্মোচন করেছেন গ্যালারিভর্তি হাজারো দর্শকের সামনে।

দীপিকাই প্রথম ভারতীয়, যিনি বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মতো গৌরবময় অধ্যায়ের অংশ হলেন। ১৮ ক্যারেট স্বর্ণে বানানো ৬ দশমিক ১৭৫ কেজির এই ট্রফির জন্য তামাম বিশ্ব ফুটবলের লড়াই। প্রতি বিশ্বকাপের ফাইনালের আগেই বিশেষ আকর্ষণ থাকে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে ভারতীয় তথা পুরো বিশ্বের অভিনেত্রীদের প্রতিনিধিত্ব করলেন ‘পিকু’ তারকা।

ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুইস ভুইটনের শুভেচ্ছাদূত দীপিকা। বিশ্বকাপের ট্রফি যে বক্সের ভেতরে রাখা হয়েছে, সেটি ওই ব্র্যান্ডের। এই সুবাদেই বিশ্বকাপ ট্রফি উন্মোচনের অংশীদার হয়েছেন বলিউড সুন্দরী।

দীপিকার অনন্য এই অর্জনে ভারতীয় তারকারা দারুণ উচ্ছ্বসিত। এর আগেও আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য সম্মান বয়ে এনেছেন এই অভিনেত্রী। বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবের গেলো আসরে তিনি বিচারকের পদে ছিলেন। যা ছিল ভারতীয় অভিনয়শিল্পীদের জন্য প্রথম। এছাড়া ‘গোল্ডেন রেশিও অব বিউটি’ অনুযায়ী তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০ নারীর একজন হিসেবেও স্বীকৃত।

এদিকে সিনে ক্যারিয়ারে দীপিকার আগামী ছবি ‘পাঠান’। এখানে তিনি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি।

সূত্র: বলিউড হাঙ্গামা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023