এ জীবনে আমার আর বিয়ে হবে না: নুসরাত

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

বাগদান সম্পন্ন হয়েছে দু’বছর আগেই। ২০২০ এর মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন নুসরাত ফারিয়া। যদিও বাগদানের দিন নয়, তার ৪ দিন পর সেকথা জানিয়েছিলেন নুসরাত। বলেছিলেন, ডিসেম্বরে বিয়ে করবেন। তারপর কেটে গেছে প্রায় আড়াই বছর। গত দুই ডিসেম্বরেও অভিনেত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। যা নিয়ে অবশ্য তার অনুরাগীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। আর এবার আবারও সেই বিয়ের প্রসঙ্গ উঠতেই জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সাফ জানিয়েছেন, তিনি এই বিয়েটা করছেন না।

নুসরাত ফারিয়ার কথায়, ‘আমার আর বিয়ে হবে না, করছি না। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই, কোনও দ্বন্দ্ব নেই, তবে এই বিয়েটা হচ্ছে না’। অভিনেত্রী মনে করেন, ‘হুজুগের বসে কখনওই কোনও কিছু করা উচিত নয়। কারণ তাহলে আমাকেই ভুগতে হবে। আমাদের মনে হয়েছে বন্ধুত্বটাই দীর্ঘস্থায়ী হবে। রনি আর আমি আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। রনির সঙ্গে আমার সবসময়ের জন্য যোগাযোগ আছে, থাকবেও।

প্রসঙ্গত ২০২০-তে সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের খবর জানিয়েছিলেন নুসরাত ফারিয়া। জানা গিয়েছিল রনি রিয়াদ রশিদ একটি বেসরকারি কোম্পানির সিইও।

বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও জমিয়ে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। ‘বিবাহ অভিযান’ ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা গেছে তাকে। সম্প্রতি ‘বিবাহ অভিযান-২’ ছবিরও শ্যুটিং সেরেছেন নুসরাত। নভেম্বরে গোয়ায় আয়োজিত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন নুসরাত ফারিয়া। সেখানে নুসরাতের বাংলাদেশের ছবি ‘পাতাল ঘর’ প্রদর্শিত হয়েছে। সূত্র: জি নিউজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023