সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কা, ৩ যাত্রীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় তিনজন মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইজারা এলাকায় মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির ও গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির গণমাধ্যমকে বলেন, লঞ্চ দুর্ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত ৩ যাত্রীর মরদেহ উপজেলা স্বাস্থ্য রাখা হয়েছে। আর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023