বিয়ের পর প্রথমবার ক্যামেরার সামনে একসঙ্গে ভিকি-ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

পরনে জ্যাকেট, মুখে হালকা হাসি। একে অপরের পিঠে ভর দিয়ে দাঁড়িয়ে। আগামী দিনে এভাবেই দর্শকের সামনে ধরা দিতে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বলিপাড়ায় এমনটাই খবর। বিয়ের পর প্রথমবার একসঙ্গে দেখা যাবে নায়ক-নায়িকাকে। এ কথা ইতোমধ্যেই জেনে ফেলেছেন সবাই। কিন্তু ঠিক কোন অবতারে ধরা দেবেন তারা? সে হদিসই মিলল এবার।

ফাঁস হয়ে গেল ভিকি-ক্যাটরিনার বিজ্ঞাপনের এক ঝলক। কিসের বিজ্ঞাপন, বিষয় কী? কোনওটাই এখনও জানা যায়নি। কিন্তু ভিক্যাটকে এই অবতার দেখেই শুরু যাবতীয় চর্চার। এই এক অবতার নয়, সামনে অন্যভাবেও ধরা দিয়েছেন এই জুটি। হাতে টুপি, ডাব নিয়ে মনে হচ্ছে সমুদ্রসৈকতে যেন বেড়াতে চলে গিয়েছেন দু’জন। এই ছবিগুলো দেখে আন্দাজ করাই যায় এবার নিশ্চয়ই কোনও পর্যটনের বিজ্ঞাপনেই দেখা যাবে তাদের।

গত বছরের শেষের দিকে ভারতের রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন ভিকি ও ক্যাটরিনা। তার পর থেকেই দর্শকদের মনে উত্তেজনার শেষ নেই। শুধু বিজ্ঞাপনে নয়, এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় সবাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023