ফেরা হচ্ছে না বড় পর্দায়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

কুরবানি ঈদের আগে আর সিনেমায় ফেরা হচ্ছে না নুসরাত ফারিয়ার। কলকাতার একটি সিনেমার শুটিংয়ের জন্য জোর প্রস্তুতি নিয়েছিলেন এ নায়িকা। নাম ‘বিবাহ অভিযান-২’। এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিবাহ অভিযান’ সিনেমার সিকুয়্যাল। কথা ছিল সিনেমাটির শুটিং হবে থাইল্যান্ডে।

কিন্তু হঠাৎ করেই প্রযোজনা সংস্থা সিনেমাটির শুটিং বন্ধ করে দিয়েছে বলে খবর প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম। সিনেমাটির লেখক ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা রুদ্রনীলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজনৈতিক কারণে নাকি এর শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। রুদ্রনীল বলেছেন, ‘প্রযোজনা সংস্থা জানিয়েছে, কোনো একটি বিশেষ কারণে আপাতত ছবির শুটিং পিছিয়ে দেওয়া হচ্ছে।

তবে দীর্ঘদিন ঘরে বসা, পুঁজি ভাঙিয়ে পেট চলে না। খালি পেটে বিপ্লবও হয় না! কাজে ফেরা আমার খুব দরকার। কিন্তু শাসকদলের দয়ায় তা আর দিচ্ছে কে?’ গত নির্বাচনে রুদ্রনীল বিজেপির হয়ে লড়েছিলেন। কিন্তু তার আসনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং দলটি রাজ্যের শাসনভারও পায়। সেই থেকে নিজের কাজকর্ম বন্ধ রয়েছে বলে দাবি রুদ্রনীলের।

এদিকে ঈদের আগে এ সিনেমার মধ্য দিয়ে আবারও বড়পর্দায় কাজের প্রস্তুতি নিচ্ছিলেন নুসরাত ফারিয়া। থাইল্যান্ডে টানা শুটিং হবে, তাই ঈদও সেখানেই কাটাবেন বলে জানিয়েছেন। কিন্তু মাঝপথে হঠাৎ শুটিং বন্ধ হয়ে যাওয়ায় তার সব পরিকল্পনা ভেস্তে গেল। আপাতত সিনেমার শুটিংয়ে ফেরা হচ্ছে না তার। তবে এবারের ঈদে তাকে টিভি পর্দায় দেখা যাবে। এরইমধ্যে তিনি ঈদ উপলক্ষ্যে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। নাম ‘আইকনম্যান’। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। টেলিফিল্মটি দীপ্ত টিভির ঈদ আয়োজনে প্রচার হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023