অভিনয়ের জন্য অনেক ঝড়ঝাপটা পোহাতে হয় তারকাদের। একটা মুহূর্তকে দর্শকের সামনে রিয়েলিস্টিক করে তুলতে চেষ্টায় কোনো ত্রুটি রাখেন না তারা। এর জন্য মাঝে মাঝে পোশাক, মেকআপ, প্রস্থেটিক মিলিয়ে জগদ্দল এক কস্টিউম বয়ে বেড়াতে হয় অনেককে। কিন্তু কোনো কোনো সময় সেই পোশাকই যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়…
অমিতাভ বচ্চন
‘থাগস অব হিন্দুস্থান’-এ ২০ কেজি পোশাক-আশাক বয়ে বেড়াতে হয়েছিল অমিতাভকে। আবার ‘পা’ ছবির জন্য প্রস্থেটিক পরতে হয়েছিল অনেক। প্রথম ছবির শুটিংয়ে প্রায়ই বিগ বিকে ভুগতে হয়েছিল গুরুতর ঘাড় ও পিঠব্যথায়। কিছু সময় আবার হাসপাতালেও থাকতে হয়েছিল।
ঐশ্বরিয়া রাই বচ্চন
‘যোধা আকবর’-এ ঐশ্বরিয়াকে ভারী লেহেঙ্গার পাশাপাশি ভারী গহনাও পরতে হয়েছিল একগাদা। সব মিলিয়ে কস্টিউমের ওজন দাঁড়িয়েছিল মণখানেক! আর এসব নিয়েই শুটিং করতে হয়েছিল দিনের পর দিন।
দীপিকা পাড়–কোন
‘পদ্মাবতী’র জন্য মারাত্মক ভারী লেহেঙ্গা পরতে হয়েছিল দীপিকাকে। ছবির প্রচারের এক ইভেন্টে এসে বলেছিলেন, ৩০ কেজি ওজনের এই পোশাক ও গহনা গায়ে চাপিয়ে নাচতেও হয়েছিল তাকে।
টম হল্যান্ড
২০১৬ সাল থেকেই স্পাইডার ম্যান চরিত্রে অভিনয় করে আসছেন টম হল্যান্ড। দেখতে ছিমছাম হলেও আলোচিত এই সুপারহিরোর পোশাকটি পরে রীতিমতো গলদঘর্ম হতে হয়েছে তাকে। টমকে প্রায়ই তার স্যুটে স্ট্র ঢুকিয়ে পান করতে হয়েছে পানি।
ক্রিশ্চিয়ান বেইল
ব্যাটম্যানকে কে না ভালোবাসে। কিন্তু এই সুপারহিরোর পোশাক পরে কতক্ষণ থাকতে পারবেন, এ এক চ্যালেঞ্জ বটে! অভিনেতা ক্রিশ্চিয়ান বেইল একবার জানিয়েছিলেন, ভারী আর দম আটকানো পোশাকটা পরে থাকতে থাকতে একপর্যায়ে অজ্ঞানই হয়ে যেতে বসেছিলেন তিনি।
মিশেল ফাইফার
‘ক্যাট উইম্যান’খ্যাত মিশেলকে বিড়াল মানবী সাজতে প্রথমে আগাগোড়া ঢেকে ফেলতে হতো ট্যালকম পাউডার দিয়ে। তার পর গায়ে চাপাতে হতো সিলিকনের টাইট পোশাকটি। হাসিমুখে অভিনয় করলেও তিনি চরিত্রটির সহ্য করেছেন অমানুষিক যন্ত্রণা। ২০১২ সালের ‘ডার্ক নাইট’ ছবিতে একই চরিত্রে অভিনয়ের জন্য একই যন্ত্রণা সহ্য করতে হয়েছিল অ্যানা হাথাওয়েকেও।
চ্যাডউইক বোজম্যান
ব্ল্যাক প্যান্থারের জন্য চ্যাডউইক বোজম্যানকে পরতে হয়েছিল নারকীয় এক পোশাক। ভেতরটা এত গরম ছিল যে, শুটিংয়ের ফাঁকে ওটা খুলে রাখতে হতো তাকে।