হোটেলের রুম নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

ফাহাদ ও নোমান দুই বন্ধু বেড়াতে আসে কক্সবাজারে। ঠিক একইভাবে বৃষ্টি ও শ্রেয়াকে নিয়ে বেড়াতে আসে কক্সবাজারে। একই হোটেলে ওঠে কিন্তু বিপত্তি ঘটে হোটেল রুম বুকিং নিয়ে। ভুলবশত একই রুম দুই পক্ষের নামে বুকিং হয়ে যায়। বোর্ডারদের মধ্যে শুরু হয় বাক-বিতন্ডা।

অবশেষে কোনোভাবে আরেকটি রুম জোগাড় করে দিয়ে আপাতত দ্বন্দ্ব মেটায় হোটেল ম্যানেজার। এরপর বৃষ্টি যে স্পট ঘুরতে যায় ঘটনাক্রমে সেখানে দেখা মেলে ফাহাদের। সেখানেও দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। বৃষ্টির ধারণা ফাহাদ তাকে ফলো করছে এবং ইভটিজিং করবার চেষ্টা করছে।

নোমান অনেক বোঝাবার চেষ্টা করলেও বৃষ্টি মানতে নারাজ। অপরদিকে অর্নব সোজা অস্ট্রেলিয়া থেকে চলে আসে বৃষ্টিকে আংটি পরাবে বলে। তারা দুজনে কাজিন। কিন্তু বৃষ্টি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। গল্পের মোড় নেয় অন্যদিকে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নোনাজলের বৃষ্টি’।
নাটকটি রচনা করেছেন গোলাম সারোয়ার অনিক আর পরিচালনায় আছেন দীপু হাজরা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া, অর্নব চৌধুরী, এম এইচ সুমন, নওশীন মেঘলা, সাইফ খান, শাহরীয়া আলভিকা, স্বাধীন চৌধুরী।

নির্মাতা দীপু হাজরা জানান, আগামী শনিবার রাত ৮টায় ‘নোনাজলের বৃষ্টি’ প্রচার হবে আরটিভিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023