গোবিন্দগঞ্জে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

গোবিন্দগঞ্জ( গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষে ৭০ জন গ্রাম পুলিশের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিকভাবে এসব বাই সাইকেল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন বিতরণ অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অপরাধ দমনের লক্ষ্যে নজরদারী বাড়ানের জন্য গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের ৭০ জন গ্রাম পুলিশকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্টিত সাইকেল বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট সহ কর্মকর্তা কর্মচারী এবং দলীয় নেতৃবৃন্দ।এসময় বক্তরা বলেন যেহেতু গ্রাম পুলিশ জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে দায়িত্ব পালন করেন তাই তাদের কাজের গতি ত্বরান্বিত করতে পারলে সামাজিক অসঙ্গতিগুলো সমাধানসহ প্রত্যন্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহজে জেনে, তা সমাধানে দ্রæ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী এমন পদক্ষেপের প্রসংশা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023