গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামে করতোয়া নদীর ভাঙনের হাত থেকে রক্ষা পেতে বাঁধ সংস্কারের দাবী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের উত্তর ফুলহার গ্রামের উপর দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। প্রতিবছর  নদীর করাল গ্রাসে বিলিন হচ্ছে ফসলি জমি, বাড়ী-ঘর। এমনকি এই গ্রামের ৫ হাজার মানুষের চলাচলের গুরুত্বপূর্ন রাস্তাটির কিছু অংশ বন্যায় ভেঙে গেলে চলাচলের অনুপযোগী হয়ে দুর্ভোগে পড়ে জনসাধারন। এবার গ্রামবাসীর উদ্যোগে মাটি ও বালির বস্তা ফেলে কোন রকমে চলাচলের উপযোগী করা হয় রাস্তাটি। শুধু তাই নয় নদী ভাঙ্গনের ফলে নদী সংলগ্ন দুটি মন্দির, অর্ধ-শতাধিক বাড়ী-ঘর হুমকির মুখে পড়েছে। আজ দুপুরে নেতা-কর্মীদের নিয়ে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সাবেক কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ প্রতিবেদকে বলেন, এ এলাকার শত-শত শ্রমজীবি মানুষ প্রতিবছর এই নদীর সাথে সংগ্রাম করে নদীর পড়ে বসবাস করছে। আর যারা এই সংগ্রামে টিকতে পারছে না, তাদের ভিটে মাটি,বাড়ী ঘর এরিমধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। আবার কিছু বাড়ী-ঘর বিলিন হওয়ার পথে। নদী ভাঙ্গন রোধ করে এলাকার মানুষের দুর্ভোগ লাগবে নদীর বাঁধ সংস্কার জরুরী হয়ে পড়েছে। তাই আমি এই বাধঁটি দ্রুত সংস্কার করতে এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য, উপজলা পরিষদ চেয়ারম্যানসহ সরকারের উর্ধতন কতৃপক্ষের কাছে দাবী জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023