গোবিন্দগঞ্জ প্রতিনিধি
গাইবান্ধা গোবিন্দগঞ্জে ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়ক (৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত অনু ১১টা৫০ মিনিটে এস আই আরিফুল ইসলামের সঙ্গীয়সহ এএস আই মুশফিকুর সাপমারা ইউপি কাটা মোড়ে থেকে নাবিল পরিবহন থেকে যার রেজিষ্ট্রেশন নং -ঢাকা মেট্রো-ব ১৪-৬৩ ৯৩ মোঃ আফজাল হোসেন (৬১) পিতাঃ মৃত কোবাদ হোসেন গ্রামঃ বৈগ্রাম থানাঃ হাকিমপুর জেলা দিনাজপুরকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৫০ পিচ এ্যাম্পোল সহ কাটামোড় নামক স্থানে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,উদ্ধার কৃর্ত ২৫০ ইনজেকশন এ্যাম্পলের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা। উক্ত আসামির বিরুদ্ধে আরো একটি মামলা আদালতে বিচারাধীন আছে।