রাজনীতিকে গণতান্ত্রিক রূপ দিতে বড় বাধা  বিএনপি: ওবায়দুল কাদের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতিকে গণতান্ত্রিক রূপ দিতে সবচেয়ে বড় বাধা হচ্ছে বিএনপি।

বুধবার (২৫ আগস্ট) বিকালে আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের এত বড় দুঃসাহস হতো না।’ তিনি দাবি করেন, ইতিহাস নিয়ে কানামাছি খেলছে বিএনপি।

সেতুমন্ত্রী বলেন, ‘খুনের রাজনীতির জনক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক শক্তির একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়স্থল হচ্ছে বিএনপি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার একাধিক ভুয়া জন্মদিন পালন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সঠিক জন্মদিন কবে, তা জানতে চাইলে তিনি সঠিক জবাব না দিয়ে আবোল-তাবোল বলেন।’

ওবায়দুল কাদের বিএনপির কাছে জানতে চান, আর কতদিন ইতিহাসের ফুটনোটকে ইতিহাসের নায়ক বলবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023