স্টাফ রিপোর্টার, ঢাকা
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ–সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমীর কোনও খোঁজ পাচ্ছে না বিএনপি।
মঙ্গলবার (২৪ আগস্ট) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ‘সোমবার রাত ১০টায় যাত্রাবাড়ী এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের কোনও হদিস দিচ্ছে না। এটি ভয়াবহ অমানবিক ও দস্যুবৃত্তিমূলক কাজ। রাষ্ট্রের মদদে এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।’
ফখরুল বলেন, তিন নেতাকে তুলে নিয়ে যাওয়া অশুভ, উদ্দেশ্যপ্রণোদিত ও বিপজ্জনক কোনকিছু ঘটার ইঙ্গিতবাহী। তিনি দাবি করেন, তাদেরকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বিরাজমান পরিস্থিতিতে দেশের মানুষ দুশ্চিন্তাগ্রস্ত, অশান্তি ও গভীর শঙ্কার মধ্যে দিন যাপন করছে। এই তিনজন ছাত্রদল নেতা নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।’
বিএনপির মহাসচিব অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানান।