স্টাফ রিপোর্টার, ঢাকা
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপি’র ২৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর শেরেবাংলা নগর থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে. চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন। এসময় তারা উদ্যানের ভিতর প্রবেশ করতে চাইলে উপস্থিত পুলিশের সদস্যরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও লাঠিচার্জ করে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।