মুক্তজমিন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনাভাইরাসের আক্রান্তের হার কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই বিভাগে আক্রান্তের হার ২১ দশমিক ১৩ হলেও মৃত্যুর হার ১০ দশমিক ১৬ ভাগ। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত এই বিভাগে মারা গেছেন এক হাজার ৭৮ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত বিভাগের চার জেলায় মারা গেছেন ১৫ জন। মৃতদের মধ্যে রয়েছেন রংপুর ও কুড়িগ্রামে পাঁচজন করে, দিনাজপুরে দুই এবং নীলফারামীতে একজন। দুই হাজার ২১ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪২৭ জন। এই বিভাগে শেষ ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার ২১ দশমিক ১৩ এবং মৃত দুই দশমিক ১৬ ভাগ।
এই বিভাগে শেষ ২৪ ঘণ্টায় করোনা সাধারণ ওয়ার্ডে ৪৪৪, আইসিউইতে ২৬ এবং এইচডিইউতে ১১ রোগি ভর্তি আছেন। হাসপাতালগুলোর সামনে স্বজনদের উৎকণ্ঠিত অপেক্ষা, বেড সংখ্যা বাড়ানোর দাবি তাদের।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রংপুরে ৬৫৫ জনের পরীক্ষায় ১৭৯ জন, পঞ্চগড়ে ১০৩ জনের মধ্যে ২৬, নীলফামারীতে ১৫৮ জনের মধ্যে ২৩, লালমনিরহাটে ১৫২ জনের মধ্যে ১৫, কুড়িগ্রামে ১৪৫ জনের মধ্যে ৪১, ঠাঁকুরগাওয়ে ১৪৩ জনের মধ্যে ৩১, দিনাজপুরে ২৬০ জনের মধ্যে ৬৪ এবং গাইবান্ধায় ৪০৫ জনের মধ্যে ৫৮ জন করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, রংপুর বিভাগের আট জেলায় করোনার শুরু থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় ৪৯ হাজার ৮২৬ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩৮জন।