স্টাফ রিপোর্টার, ঢাকা
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বাড়িতে দফায় দফায় হামলা হয়েছে।
জানা যায়, রোববার গভীর রাতে চার থেকে পাঁচজন প্রাইভেটকার দিয়ে এসে ফতুল্লা থানার মাসদাইরস্থ তৈমূর আলম খন্দকারের বাড়ির প্রধান গেটে ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। বাড়ির লোকজন ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়। পরে সিটিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে একজনকে চিহিৃত করা হয়েছে। সে ইসদাইর এলাকার পরিবহন নেতা চেঙ্গীসের ভাতিজা এবং এমরান হোসেনের ছেলে ইসতু।
এ বিষয়ে অ্যাডভোকেট তৈমূরের ছোট ভাই কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগে খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা বলেন, রোববার রাত ১২টারয় ইসতুসহ আরো চার থেকে পাঁচজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাসার সামনে এসে আমার স্বামী খোরশেদ ও তার বড় ভাই তৈমুর আলম খন্দকারের নাম নিয়ে গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা আমাদের বাসায় হামলা চালায়। এ সময় তারা গেট ভাংচুর করে। আমার স্বামী কাউন্সিলর খোরশেদের কার্যালয়ও ভাংচুর করে।
হামলা প্রসঙ্গে তৈমূর আলম খন্দকার বলেন, রোববার রাত ১২টা থেকে ১টা পর্যন্ত তিন দফায় সন্ত্রাসী হামলা হয়েছে আমার বাড়িতে। প্রাইভেটকারযোগে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার বাড়িতে ঢোকার চেষ্টাসহ গেট ভাঙ্গার চেষ্টা চালায়। ফতুল্লা থানায় ফোন করার পরও পুলিশ না আসায় ৯৯৯-এ ফোন করা হয়। পরে পুলিশ আসে। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।
ফতুল্লা থানার অফিসার ইনচার্জ(ওসি) রাকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। থানায় অভিযোগ হয়েছে। হামলাকারীদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।