মাছের দাঁত মানুষের মতো!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

ছবিতে দেখা গেছে, মাছটির দুই মাড়িতেই দাঁত আছে। দাঁতগুলো দেখতে অনেকটা মানুষের দাঁতের মতো। এ ছাড়া মুখের ভেতরের দিকেও কয়েকটি দাঁত রয়েছে মাছটির।

 

বলা হচ্ছে মাছটির নাম ‘শীপসহেড’, বাংলায় যার অর্থ দাঁড়ায় – ‘ভেড়ার মাথা’। এ নামকরণের কারণ হলো – এ মাছের মুখ দেখতে অনেকটা ভেড়ার মতোই।

 

ফেসবুকে এ মাছের ছবি প্রকাশের পর তা ৩০০ বারের বেশি শেয়ার হয়েছে। বহু মানুষ এতে মন্তব্য করেছেন। জ্যঁ-ক্লদ শেফার নামের একজন লিখেছেন, ‘আমি আগে কখনো এটার মতো মাছ দেখিনি।’ আরেকজন লিখেছেন,‘তার দাঁত মনে হচ্ছে আমার দাঁতের চেয়ে ভালো।’

 

এ ‘শীপসহেড’ মাছ নিয়ে এতো বিস্ময় থাকলেও একেবারে দুর্লভ নয় এটি। উত্তর ও দক্ষিণ আমেরিকায় প্রায়ই পাওয়া যায় এ মাছ। এটি ১০ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হয়। সূত্র: এনডিটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023