টিভিতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। উপলক্ষে কবির কালজয়ী সৃষ্টি নিয়ে বিভিন্ন চ্যানেলে থাকছে নানা আয়োজন। আয়োজনের অংশবিশেষ তুলে ধরা হলো

প্রণয়িনী

জমিদার যতীন পালার অভিনেত্রী সুন্দরী পদ্মর রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে। একসময় সে অনুভব করে বাহ্যিক সৌন্দর্য নয়, মানসিক সৌন্দর্যের প্রতি তার আসক্তি। সেই মানসিক সৌন্দর্যের প্রকাশ সে দেখতে পায় দামিনীর মাঝে। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকপ্রণয়িনী রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যচিত্রাঙ্গদাঅবলম্বনে নাটকটি প্রচার হবে এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে। সংলাপ লিখেছেন ঊর্মি মোস্তফা। চিত্রনাট্য পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন রওনক হাসান, তারিন, মনোজ প্রামাণিক, খলিলুর রহমান কাদেরী, বাকার বকুল, বাপ্পি সাইফ প্রমুখ।

সকালের গানঅনুষ্ঠানে গাইবেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। লিটু সোলায়মানের প্রযোজনায় বৈশাখী টেলিভিশনে আজ সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে এটি। এতে বন্যা গাইবেন রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায়ের ৯টি গান।

মধ্যবর্তিণী

মধ্যবর্তিণীনাটকে অভিনয় করেছন রওনক হাসান ঊর্মিলা শ্রাবন্তী কর। আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে এটি। চিত্রনাট্য করেছেন ঊর্মি মোস্তফা। পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান।

তপস্বিনী 

তপস্বিনীনাটকে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১০টায় প্রচার হবে এটি। লিখেছেন জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনায় মনিরুজ্জামান মনি। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে চিত্রনাট্য পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে আরও রয়েছেনটুটুল চৌধুরী, আবুল হায়াত, শিল্পী সরকার অপু প্রমুখ।

শ্রীনিকেতনে রবীন্দ্রনাথ

চ্যানেল আইতে আজ রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে প্রতিবেদনশ্রীনিকেতনে রবীন্দ্রনাথ এটি পরিকল্পনা, উপস্থাপনা পরিচালনা করেছেন শাইখ সিরাজ।

বিঘ্ন দাও অপসারি

বাংলাভিশনে আজ বিকেল ৫টা ২৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানবিঘ্ন দাও অপসারি এতে অতিথি হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক . সৌমিত্র শেখর এবং রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। আবৃত্তি সঞ্চালনা করবেন শিমূল মুস্তাফা। প্রযোজনায় রফিকুল ইসলাম ফারুকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023