গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বোমা বিস্ফোরেণে ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী। আহত অবস্থায় পালানোর সময় এলাকাবাসী অপরিচিত একজনকে আটকের খবর পাওয়া গেছে। বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটায় উপজেলার মেকুরাই নয়াপাড়া গ্রামে বোরহানের বাড়িতে এই বোম বিস্ফোরনের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এ পর্যন্ত তিন জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে বাড়ীর মালিক বোরহান (৩৬) ওই গ্রামেরই বাসিন্দা অহেদুল ইসলাম (৪০) এবং অন্য একজন অপরিচিত।
এলাকাবাসী জানান, ঘটনার কয়েক মিনিট আগে তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে ঢোকে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে, তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই কিছু বলতে চাননি তিনি।