বিনোদন ডেস্ক
ইউটিউবের প্রথম স্মারক ‘সিলভার প্লে বাটন’ পেলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মাত্র ৭ মাসেই এই স্মারক পেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। গেল মে মাসেই ঘরে বসে ‘বিদ্যা সিনহা মিম’ নামে ইউটিউব চ্যানেল খুলেন তিনি। এরইমধ্যে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। যার কারণে এই স্মারক পান মিম।
ভিডিও শেয়ারিং প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গতকাল বাটনটি পেয়েছেন তিনি। এরপর সেটিসহ ছবি পোস্ট করে এই অভিনেত্রী তার ফেসবুকে লিখেন, ‘এই অর্জনটি কয়েক মাসের কন্টেন্ট তৈরির ফল। সারাক্ষণ আমার কাজের প্রশংসা করার জন্য, আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। সেইসাথে কাইনেটিক নেটওয়ার্কের প্রতি আন্তরিক ধন্যবাদ।
আমি আমার পূর্ব নির্ধারিত কাজের কারণে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি শীঘ্রই ভিডিও তৈরি করবো এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করবো। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’