বিয়ের জন্য প্রস্তুত অর্জুন, আর মালাইকা?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক

বয়সের ক্যালেন্ডারে ৪৭ ছুঁয়ে ফেলেছেন মালাইকা অরোরা। ব্যায়াম, নাচ, ইয়োগা, মেডিটেশন আর খাদ্যাভ্যাসের মন্ত্রবলে বয়সকে সংখ্যা বানিয়ে খেলছেন মালাইকা। গায়ে এই সময়কার ফিট তারকার তকমা লাগিয়ে প্রেম করছেন নিজের চেয়ে এক যুগের ছোট বলিউড তারকা অর্জুন কাপুরের সঙ্গে। জন্মদিনে অর্জুন কাপুর প্রেমিকাকে উইশ করে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মাই ফুল।’ সে যা–ই হোক, কারিনা কাপুরের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ শোতে গিয়ে বলেছেন আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসারের পর বিবাহবিচ্ছেদ নিয়ে। জেনে নেওয়া যাক, কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা।

 

 

মালাইকা জানান, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। কারণ, যত যা–ই হোক না কেন, বিচ্ছেদের পর সবাই হন্যে হয়ে কারণ খুঁজবে। আর কারণ যা–ই হোক না কেন, সবাই আঙুল তুলবে তাঁর

 

মালাইকা বলেন, ‘জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মতো এটিও কঠিন ছিল। আমরা দুজনের কেউই কাউকে খুশি রাখতে পারছিলাম না। আর আমাদের আশপাশের মানুষের জীবনে আমাদের সম্পর্কের খারাপ প্রভাব পড়ছিল।

 

 

বিচ্ছেদের পর একদিন আমি আর আমার ছেলে আহরান খান বারান্দায় বসে কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, “মা, তোমাকে অনেকদিন পর এত খুশি দেখছি।”

 

 

এই বিবাহবিচ্ছেদ তাঁকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে জানিয়ে মালাইকা আরও বলেন, ‘আপনি যদি কোনো অসুখী সম্পর্কে থাকেন, আর সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য কোনো উদ্যোগ নেন, সেটা আপনার আত্মসম্মান বাড়ায়। কেউ যদি সে জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড় করায়, সেটা একান্তই তার সমস্যা। আমি আমার সন্তানকে বেড়ে ওঠার জন্য একটা অস্বাস্থ্যকর পরিবেশ থেকে বের করে এনেছি। নিজেও আগের চেয়ে বেশ সুখে আছি।’

 

 

এদিকে বলিউডপাড়ার হাওয়া নানা দিকে বয়ে নিয়ে বেড়াচ্ছে একটাই প্রশ্ন। কবে চার হাত এক হবে মালাইকা আর অর্জুনের? বিয়ের জন্য নাকি প্রস্তুত অর্জুন। তবে সময় চেয়েছেন মালাইকা। তাই তাঁর সবুজসংকেতের অপেক্ষায় আছেন অর্জুন। নিজেদের সম্পর্ক নিয়ে মালাইকা নিজেই এই তথ্য দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023