৩ বছর পর অভিনয়ে ফিরলেন নিসা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক

বিভিন্ন টেলিভিশনের নৃত্যানুষ্ঠানে দেখা গেলেও প্রায় অনেকদিন ধরেই নাটকে দেখা যাচ্ছে না অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাবরিনা সাফি নিসাকে। তবে এবার ফিরলেন নাটকে। এরইমধ্যে অংশ নিয়েছেন দীপ্ত টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ এ। গেল কয়েকদিন ধরেই নাটকটির শুটিং করছেন তিনি।

 

 

সাবরিনা সাফি নিসা বলেন, প্রায় অনেকদিন হলো নাটকে কাজ করিনা। ইচ্ছা থাকলেও নানা কারণে কাজ করা হয়ে উঠে নি। যার কারণে মাঝেমাঝে বিভিন্ন নাচের অনুষ্ঠানগুলো করতাম। আর আমার মেয়েও অনেক ছোট, যার কারণে অনেকটা সময় বের করতে পারি না। তবে এখন থেকে আবারও নিয়মিত নাটকে অভিনয় করার চেষ্টা করবো।

 

সর্বশেষ ২০১৭ সালে আশিষ রায় পরিচালিত ‘ভালোবাসার রং’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন নিসা। ৩ বছর পর একই পরিচালকের নির্দেশনায় অভিনয়ে ফিরেন তিনি। এরমধ্যে ‘নিঃসঙ্গ নিরাময় কেন্দ্র’ তেও কাজ করেছিলেন।

 

নৃত্যশিল্পী হলেও নিসা নাটকেই জনপ্রিয়তা পেয়েছেন বেশি। ১৯৯৭ সালে নাটকের মাধ্যমে মিডিয়াতে পথ চলা শুরু হয়। চ্যানেল আইতে প্রচারিত প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘সবুজ সাথী’ নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার নিসাকে টিভি নাটকে দেখা যায় ২০০৩ সালে। এনটিভিতে প্রচারিত শহিদুজ্জামান সেলিমের ‘স্পর্শের বাইরে’ নাটকের মাধ্যমে আবার অভিনয়ে নিয়মিত হন। ২০০৫ সালে বিনোদন বিচিত্রা ‘বিউটি কনটেস্ট’-এ সেরা সুন্দরীর খেতাবটি জিতে নেন নিসা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023