ছোটদের জন্য হেডফোন আনল মটোরোলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

খুদে শিক্ষার্থীদের জন্য স্কোয়াডস ২০০ ও স্কোয়াডস ৩০০ মডেলের দুটি হেডফোন বাংলাদেশের বাজারে এনেছে মটোরোলা বাংলাদেশ। খুদে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য হেডফোনগুলো সময়োপযোগী ও আধুনিক।

স্কোয়াডস ২০০ তারযুক্ত হেডফোনটিতে রয়েছে ৮৫ ডেসিবেল পর্যন্ত নিরাপদ শব্দসীমানা এবং অ্যালার্জিমুক্ত কুশন, যা শিশুদের জন্য স্বাস্থ্যকর ও আরামদায়ক।

 

স্কোয়াডস ২০০ তারযুক্ত হেডফোনটি শকপ্রুফ ও মজবুত, যা ব্যবহারের সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বনের প্রয়োজন হয় না। একসঙ্গে চারজন অডিও শেয়ারিংয়ের জন্য হেডফোনটিতে রয়েছে অডিও স্প্লিটার ও চার্জিং কেবল।

বিজ্ঞাপন

 

স্কোয়াডস ৩০০ ওয়্যারলেস হেডফোনটিতে রয়েছে ব্লুটুথ ভার্সন ৫, যা ২৪ ঘণ্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিতে পারে। শেয়ারিংয়ের জন্য রয়েছে অডিও স্প্লিটার ও চার্জিং কেবল। স্কোয়াডস ৩০০ ওয়্যারলেস হেডফোনটি হালকা এবং এর কুশন ব্যান্ডটি নমনীয় হওয়ায় ব্যবহারের সময় শিশুরা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করবে।

 

স্কোয়াডস ২০০ ও স্কোয়াডস ৩০০ হেডফোন দুটি তিন বছর বা তার বেশি বয়সী শিশুরা ব্যবহার করতে পারবে। এতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির হাবেল কানেকটেড, আমাজন এলেক্সা, সিরি কানেকটেড এবং গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023