এবারও থাকছে কৃষকের খেলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক

করোনাভাইরাস কেড়ে নিয়েছে পৃথিবীর মানুষের স্বস্তি। বাংলাদেশের মানুষও গত পাঁচ মাস ধরে লড়ে যাচ্ছে এই অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে।

লাখ লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। স্থবির অর্থনীতির একমাত্র হাতিয়ার কৃষি। এর মাঝেও হানা দিয়েছে ঘূর্ণিঝড় আম্পান। যেন দুর্যোগের শেষ নেই, শেষ নেই দুর্দিনের।

তবে বাংলাদেশের কৃষকের জীবন এক দক্ষ যোদ্ধার। শত প্রতিবন্ধকতা পেরিয়ে মাটির বুক চিরে ঠিকই ফলিয়ে আনছেন সোনার ফসল। সেই কৃষকদের এবারও দেখা যাবে গ্রামীণ খেলায়। ঈদ উপলক্ষে থাকছে শাইখ সিরাজের ‘কৃষক ঈদ আনন্দ’ অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের জন্য তৈরি হয়েছে এটি। চ্যানেলটি জানায়, জীবন যুদ্ধের কঠোরতাকে পাশ কাটিয়ে কৃষকরা খেলায় মাতেন। গ্রামীণ খেলাধুলার অনাবিল সেই আনন্দ তুলে আনছেন শাইখ সিরাজ। পাশাপাশি থাকে দেশ-বিদেশের বিস্ময়কর নানান গল্প। এবারে ‘কৃষকের ঈদ আনন্দ’-তে অন্যান্য আকর্ষণীয় প্রতিবেদনের সাথে থাকছে ইতিহাসের প্রাচীন কৃষি সভ্যতার সূচনাকারী নীলনদের উৎসের সন্ধান, নুরেমবার্গ ট্রায়াল, ভাস্কো দা গামার খোঁজে প্রতিবেদন। থাকছে বাংলাদেশের চলচ্চিত্রের অনিন্দ্য নায়িকা ববিতার চলচ্চিত্র কথা।

 

বরাবরের মতো পুরো আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন শাইখ সিরাজ। ‘কৃষকের ঈদ আনন্দ’ ঈদের পরদিন বিকাল ৪টা ৩০মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023