‘সাহেদ হাওয়া ভবনে লালিত-পালিত হয়েছে’: এস এম কামাল হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রিজেন্ট গ্রুপের মালিক সাহেদ হাওয়া ভবনে লালিত-পালিত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। শনিবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবন থেকে একটি অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

 

এস এম কামাল হোসেন বলেন, ‘গণমাধ্যমে দেখলাম মো. সাহেদের উত্থান কোথা থেকে? বিএনপি-জামায়াত জোট সরকারের সময় যে হাওয়া ভবন তৈরি হয়েছিল, সাহেদ সেখানইে লালিত-পালিত হয়েছে। এক এগারোর সময় সে তারেক জিয়ার বন্ধু মামুনের সঙ্গে গ্রেপ্তার হয়েছিল।’

 

রিজেন্ট গ্রুপের মালিক সাহেদের ব্যাপারে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরও ব্যর্থতা আছে। কারণ, সে (সাহেদ) কারও না কারও ছত্র-ছায়ায় লালিত-পালিত হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার যখন তার অপকর্ম জানতে পেরেছে, তখনই কিন্তু ব্যবস্থা নিয়েছে। অন্য কেউ কিন্তু তাকে ধরিয়ে দেয়নি।’

 

সাহেদের প্রশ্রয়-দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে কামাল হোসেন বলেন, ‘শুধু আওয়ামী লীগ নয়; সাহেদের সঙ্গে বিএনপি নেতা, গণমাধ্যমকর্মীসহ অনেকের সাথেই তার ছবি আছে। আসলে ছবিতে তো কিছু প্রমাণ হয় না। তবে কেউ যদি তাকে অবৈধভাবে সুযোগ দিয়ে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দলের পক্ষ থেকেও এ বিষয়ে খোঁজ-খবর নেবো। কোন প্রক্রিয়ায় সে দলে আসলো, কে তাকে সুযোগ সুবিধা দিলো, খুঁজে বের করা হবে।’

 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো গডফাদারকে ছাড় দেবেন না। আমাদের দলের সহযোগী সংগঠনের প্রধানদেরও কিন্তু তিনি অব্যাহতি দিয়েছিলেন। তাদের বিরুদ্ধে কিন্তু দুদকে মামলাও হয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হয়নি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023