শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে ভূমি অফিস ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়নের ডেমাজানী বলিহার রাজ কাছারি চত্বরে লে-আউট কার্যক্রম সম্পন্নের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান ও এবিএম মনির, আমরুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরুজ্জামান মাসুদ, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হাসান, সহকারী শিক্ষক অমল কুমার শাহা, আশুতোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলজিইডির কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ভূমি অফিস ভবন নির্মাণের মাধ্যমে স্থানীয় জনগণ আরও সহজে ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। স্থানীয়রা জানান, আমরুল ইউনিয়নের ঐতিহ্যবাহী ডেমাজানী বলিহার রাজ কাছারি প্রাঙ্গণে ভূমি অফিস ভবন নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের ভূমি সেবায় নতুন গতি ও স্বচ্ছতা আসবে।